যুক্তরাজ্যে বিদেশফেরত প্রত্যেকের ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনের নতুন নীতিমালা কার্যকর হয়েছে আজ। নতুন করে করোনাভাইরাসের বিস্তার রোধে গেল ২২ মে এ ব্যবস্থা নেয় ব্রিটিশ সরকার।
এর ফলে সোমবার থেকে বিমান ফেরি বা ট্রেনে চড়ে যারাই দেশটিতে যাবেন সবাইকে নিজ দায়িত্বে আইসোলেশনে যেতে হবে। দু’সপ্তাহ আলাদা থাকার এ নিয়মভঙ্গে গুণতে হবে ১২শ’ ডলার জরিমানা। পর্যটক বা ব্রিটিশ নাগরিক কেউই ছাড় পাবেন না।
নতুন এ নিয়মের ফলে এখন থেকে ব্রিটেনে ঢোকার আগেই আইসোলেশনের ঠিকানা দিতে হবে যাত্রীদের। কারো কারো আইসোলেশনের জায়গা না থাকলে ব্যবস্থা করবে সরকার।
তবে, খরচ বহন করতে হবে যাত্রীকেই। মহামারির কারণে আড়াই মাস লকডাউনের পর ধীরে ধীরে আন্তর্জাতিক যোগাযোগ চালুর পরিকল্পনা করছে ব্রিটেন।
Leave a reply