করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে। কিন্তু পথে-ঘাটে বেরিয়ে কীভাবে এই দূরত্ব বজায় রাখা যায়? যারা এ নিয়ে চিন্তিত তাদের জন্য এক অভিনব সমাধান নিয়ে এসেছেন রোমানিয়ার এক জুতা তৈরির কারিগর।
সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি বানিয়ে ফেলেছেন প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা জুতা! সাইজ হিসেব করলে এটি ৭৫ নম্বরের। আর এই জুতা পরে দু’জন মুখোমুখি দাঁড়ালে প্রায় পাঁচ ফুট দূরত্ব তৈরি হবে।
এই বিশেষ জুতো বানিয়েছেন গ্রেগর লুপ নামে এক কারিগর। দেখতে অদ্ভূত হলেও এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই জুতার নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু।
টিবিজেড/
Leave a reply