ব্রুনাই এর পরবর্তী হাই কমিশনার হিসেবে মিসেস নাহিদা রহমান সুমনাকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সুমনা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিদেশ বিষয়ক ক্যাডারের ১৭ ব্যাচের অন্তর্ভুক্ত। বিশিষ্ট কূটনীতিক জীবনে তিনি অটোয়া, ব্রাসিলিয়া, কোলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
নাহিদা অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন।
Leave a reply