অলিম্পিকে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে উত্তর ও দক্ষিণ কোরিয়া

|

ঐক্যবদ্ধ কোরিয়ার পতাকা নিয়ে শীতকালীন অলিম্পিকের মার্চপাস্টে অংশ নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।

বুধবার দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজামে অনুষ্ঠিত বৈঠকে, দুই দেশের যৌথ নারী হকি দল গঠনের ব্যাপারেও একমত হন সিউল-পিয়ংইয়ং’য়ের প্রতিনিধিরা। এ সিদ্ধান্ত কার্যকর হলে শীতকালীন অলিম্পিক হবে প্রথম কোনো ইভেন্ট যেখানে দুই কোরিয়ার খেলোয়াড়রা একত্রে অংশ নেবে।

অলিম্পিকে প্রতিনিধি দল পাঠানো নিয়ে চলতি সপ্তাহে কয়েক দফায় বৈঠক হলো প্রতিনিধিদের মধ্যে। উচ্চ পর্যায়ের এ বৈঠককে শান্তি আনার বড় অগ্রগতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

আগামী মাসের ৯ তারিখ সিউলে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply