রাজশাহী বিভাগে করোনার হটস্পট বগুড়া

|

রাজশাহী বিভাগে করোনার হটস্পট হয়ে উঠেছে বগুড়া। গত ১২ এপ্রিল বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত দু’মাসেরও কম সময়ে সেখানে রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। মঙ্গলবার সর্বশেষ ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়। বগুড়ায় আক্রান্তদের ৯৫ ভাগই শহরের বাসিন্দা। রাজশাহীর ৮ জেলায় ১ হাজার ৭৩২ জন রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে রাজশাহী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন। সর্বাধিক ১৩ জন রয়েছে তানোর উপজেলায়। রাজশাহী নগরীতে রয়েছে ২৪ জন। রাজশাহী বিভাগে করোনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে নতুন ৩৩ জনসহ এই জেলায় মোট আক্রান্ত ১৪১ জন। চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের গতি কিছুটা মন্থর। এই জেলায় গত তিন দিনে আক্রান্তের সংখ্যা ৫৭ জনেই রয়েছে। এ ছাড়া পাবনায় ১৩১ জন ও নাটোরে ৬৮ জন শনাক্ত হয়েছে।

বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ জয়পুরহাটের ২১৪ জন রোগীর মধ্যে ১৮৫ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বগুড়ায় আক্রান্তদের মধ্যে ১১৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে মোট ২১টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। এই আইসিইউ সুবিধা শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী কোভিড হাসপাতালেই রয়েছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply