এবার মেক্সিকোতে পুলিশি হেফাজতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

|

এবার মেক্সিকোতে পুলিশি হেফাজতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের পর এবার পুলিশি হেফাজতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল মেক্সিকো। আর এ ঘটনায় এক পুলিশ সদস্যের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জালিসকো রাজ্যের রাজধানী গুয়াদালাজারায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বাইকে বসে থাকা পুলিশ সদস্যের পিঠে পেট্রোল জাতীয় জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয় এক বিক্ষোভকারী। তবে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন। শরীরের কিছু অংশ পুড়ে গেলেও ঐ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কামুক্ত।

সম্প্রতি মাস্ক না পরার অপরাধে জিওভানি লোপেজ নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় পুলিশ হেফাজতে।

পরে এক ভিডিওতে দেখা যায়, মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মতোই পুলিশি নির্যাতনের শিকার হন তিনি। এরপরই শুরু হয় বিক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply