২৪ ঘণ্টায় আরও ৫ হাজার মৃত্যু দেখল বিশ্ব

|

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় ৫ হাজার, শনাক্ত লাখেরও বেশি

বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারও পাঁচ হাজার ছাড়ালো প্রাণহানি। নতুনভাবে শনাক্ত এক লাখ ৩৫ হাজারের মতো।

যুক্তরাষ্ট্রে একদিনে ৯৮২ জনের মৃত্যু হলেও মোট প্রাণহানি ছাড়ালো সোয়া এক লাখ। দেশটিতে ২০ লাখ ৬৬ হাজারের বেশি রোগী শনাক্ত। এদিকে, ২৪ ঘণ্টার হিসেবে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো ব্রাজিল। একদিনে মৃত্যুবরণ করেন ১৩শ’ মানুষ, শনাক্ত ৩৩ হাজারের বেশি। লাতিন দেশটিতে ৪০ হাজারের কাছাকাছি পৌঁছেছে প্রাণহানি। ব্রাজিলের সর্বোচ্চ আদালত কোভিড নাইনটিনের সঠিক তথ্য প্রকাশে প্রেসিডেন্টকে দু’দিন সময় বেঁধে দিয়েছেন।

এদিকে, নতুন হটস্পট মেক্সিকোয় একদিনে মারা গেছেন ৬শ’ মানুষ। রাশিয়ায় খুব ধীরে হলেও কমে এসেছে সংক্রমণ আর মৃত্যুহার। গোটা বিশ্বে চার লাখ ১৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্ত ৭৪ লাখ ৪৬ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply