ঢাকায় আজও ভারী বৃষ্টি হতে পারে

|

গত ২৪ ঘন্টায় রাজধানীতে ১২৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন রাজধানীসহ আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী ধরণের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এটি মৌসুমী ও স্বাভাবিক বৃষ্টিপাত।

বৃষ্টির পানিতে রাস্টাঘাট ডুবে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মস্থলগামী মানুষের। স্কুল-কলেজগামী শিক্ষার্থী-অবিভাবকরাও বিপাকে পড়েছেন।

ময়লা পানি ও কাদা মাড়িয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় কোনো কোনো সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। বৃষ্টির কারণে গণপরিবহনের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকায় জনদুর্ভোগ আরও বেড়েছে।

বৃষ্টির কারণে রিক্সা ও সিএনজি ভাড়া দ্বিগুণ/তিন গুণ করে হাঁকছেন চালকরা।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply