২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বিকাল সাড়ে তিনটায় সংসদে সেটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে শুরু হয় ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে মন্ত্রিসভার বৈঠক।
বৈঠকে সীমিত সংখ্যক মন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা অংশগ্রহণ করেন। প্রতি বছর বাজেট উপস্থাপন দেখতে তিন বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যমের সম্পাদক, অর্থনীতিবিদসহ পেশাজীবিদের আমন্ত্রণ জানানো হলেও এবার তা হচ্ছেনা। করোনা পরিস্থিতির কারণে সংসদীয় ইতিহাসে অন্যরকম একটি বাজেট অধিবেশন হতে যাচ্ছে এবার।
মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট বিকাল সাড়ে ৩টায় সংসদের অধিবেশনে পেশ করবেন অর্থমন্ত্রী। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় ধরা হয়েছে, ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি। বিশাল বাজেটে ঘাটতি থাকছে প্রায় এক লাখ ৯০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরের এডিপিতে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ১০টি খাত। এর মধ্যে কৃষি ও স্বাস্থ্যখাতে থাকবে বিশেষ গুরুত্ব। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬৩৩ কোটি টাকা।
Leave a reply