করোনার পুরো সময় জুড়ে উপজেলা পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত ৩ জুন তারিখ হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে সাত দিনের সময় দেয়া হয়। একইসাথে আজ লিখিত আকারে তাদের নেয়া পদক্ষেপ সম্পর্কে আদালতকে জানানোর নির্দেশ দেন।
আজ টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আইনজীবী ব্যারিস্টার তাপস পণ্য বিক্রির পদক্ষেপ গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। তবে আবেদনকারী আইনজীবী বিষয়টিতে আপত্তি তোলেন। যার ভিত্তিতে করোনা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে বিক্রি চলমান রাখতে টিসিবিকে নির্দেশ দেন আদালত।
Leave a reply