টানা ১৫ দিন পর করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে চীনে। সংক্রমিত ১১ জনের সবাই দেশটির বাইরে থেকে এসেছে।
বৃহস্পতিবার ন্যাশনাল হেলথ কমিশনের দৈনিক ব্রিফিংয়ে জানানো হয় এ তথ্য। সংক্রমিতদের অবস্থান ভিন্ন ভিন্ন শহরে। সবচেয়ে বেশি ৬জন রোগী পাওয়া গেছে সাংহাইয়ে। তবে কোভিড নাইনটিনে নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি দেশটিতে।
বুধবার করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৪জন। আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে, পর্যবেক্ষণে থাকা ৩৫৮ জনকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। বুধবার পর্যন্ত, টানা ১৫ দিন নতুন কোনো কোভিড নাইনটিন আক্রান্তের সন্ধান মেলেনি চীনে।
দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের।
Leave a reply