ভারতের উত্তর প্রদেশে গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ড

|

ছবি: সংগৃহীত

গরু জবাই করলে ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন জারি করেছে ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ নামের নতুন এই আইনটি পাস হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আইনটিতে বলা হয়েছে, রাজ্যে কেউ গরু জবাই করলে ১০ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অন্যদিকে, কেউ যদি গবাদি পশুর অঙ্গহানি করে তার জন্য সাত বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

৪ কোটিরও বেশি মুসলিমের আবাস প্রদেশটিতে গরু জবাই সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশে এই আইন করেছে যোগী সরকার। এই আইনের ফলে তাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় বদল আসবে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply