যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত

|

সড়ক প্রশস্তকরণের জন্য যশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আইনজীবী মনজিল মোরসেদের রিটের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন।

ঐতিহ্যবাহী যশোর রোডের শতবর্ষী বৃক্ষ কাটার সিদ্ধান্ত স্থগিত রাখতে যশোরের ডিসি, এসপি, সেতু বিভাগের সচিব, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলীসহ সাতজনকে নির্দেশ দিয়েছেন আদালত। সরকারি কর্মকর্তা ও অসাধু ঠিকাদারদের আর্থিক স্বার্থের কারণেও গাছ কাটার সিদ্ধান্ত হতে পারে বলে পর্যবেক্ষণে বলেছেন আদালত। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যশোর রোড চার লেইনে উন্নীত করার প্রকল্পের কারণে মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী শতবর্ষী গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয় সম্প্রতি। ১৭০ বছরের পুরনো গাছগুলো রক্ষার দাবিতে আন্দোলনে নামে পরিবেশ আন্দোলনকারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply