ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১ জন। গতরাত থেকে আজ ভোরের মধ্যে তাদের মৃত্যু হয়।
করোনায় মৃত ৩ জন হলেন উপজেলার মানিকদহ ইউনিয়নের ৬৫ বছরের ১ নারী, নূরুল্যাগঞ্জের ২৫ বছরের এক ব্যাক্তি, হামেরদী এলাকার ৭০ বছরের এক বৃদ্ধ। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির বয়স ৩২।
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি একটি ঔষধ কোম্পানির ভাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে হামেরদী এলাকার বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। বাকি সবাই তাদের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
ভাঙ্গা উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশ প্রশাসনের সহায়তায় ৪ জনেরই দাফন সম্পন্ন হয়েছে। তবে দেরিতে জানতে পারায় উপসর্গ নিয়ে মৃত ঔষধ কোম্পানীর প্রতিনিধির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। তবে তার দাফনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়েছে।
তিনি আরও জানান, আজ শুক্রবার পর্যন্ত উপজেলায় মোট করোনা পজেটিভ ১৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ জন।
Leave a reply