Site icon Jamuna Television

সব রাজ্যে মুক্তি পাচ্ছে পদ্মাবৎ, নির্দেশ সুপ্রিম কোর্টের

সকল জল্পনা কল্পনার অবসান করে দীপিকার পদ্মাবৎ সিনেমা ভারতের সব রাজ্যে মুক্তি পেতে যাচ্ছে। আজ বৃহম্পতিবার সুপ্রিম কোর্টের এক নির্দেশে বলা হয় পদ্মাবতের ওপর কোনও নিষেধাজ্ঞা চলবে না, সব রাজ্যেই তা মুক্তি পাবে। এমনকি ৪ রাজ্যে ছবিটির ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশও জারি করেছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের এক আদেশে বলা হয়, সেন্সর বোর্ড পদ্মাবৎকে সার্টিফিকেট দিয়েছে, সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী ছবি নির্মাতার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সেলুলয়েডের মাধ্যমে ছবি প্রদর্শন বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের অবিচ্ছেদ্য অংশ।

 

২৫ তারিখ মুক্তি পাচ্ছে পদ্মাবৎ সিনেমা।  ২৬ মার্চ এ নিয়ে ফের হবে শুনানি। সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়া সত্ত্বেও গুজরাত, মধ্য প্রদেশ, রাজস্থান ও হরিয়ানা সরকার পদ্মাবৎ’র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

Exit mobile version