Site icon Jamuna Television

দর্শকদের সেলফি তোলার সুবিধার্থে সিংহ শাবকের পা ভেঙে বসানো হলো পার্কে!

এবার রাশিয়ায় নৃশংস নির্যাতনের শিকার হয়েছে এক সিংহ শাবক। বিনোদন পার্কের এই সিংহ শাবককে দেখতে দর্শক সমাগম হয়েছিল। কিন্তু সদ্য হাঁটতে শেখা সিংহ শাবক ‘সিম্বা’ কিছুতেই একজায়গায় দাঁড়াচ্ছিল না। ফলে সেলফি নিতে অসুবিধা হচ্ছিল দর্শকদের। এরপর সিম্বার পা ভেঙে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন পার্কের কর্মীরা। যাতে সে দৌড়ে পালাতে না পারে। এখানেই শেষ নয় সিম্বাকে দড়ি দিয়ে বেঁধে মেরে বসানো হয় দর্শকদের সামনে। যাতে নিশ্চিন্তে সেলফি তুলতে পারেন বিনোদন পার্কে ঘুরতে আসা দর্শকরা। খবর ডেইলি মেইল।

এখবর প্রকাশিত হলে তদন্তের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সিম্বাকে উদ্ধার করে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।

এদিকে, সিম্বার চিকিৎসক অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করার পরামর্শ দিয়েছেন।

টিবিজেড/

Exit mobile version