করোনাভাইরাসের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পেরুর অন্তত ১৭০ জন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর ডেইলি সান।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গাস্তন রদ্রিগেস বলেন, “আমাদের ৯ হাজার ৯০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছেন ১৭০ জন।
জানা যায়, লাতিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্তে ব্রাজিলের পরেই পেরুর অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।
সরকার ১২ সপ্তাহের দীর্ঘ লকডাউনের ঘোষণা করে। আর এই লকডাউনে সামাজিক দূরত্ব নিশ্চিতে ৮০ হাজার পুলিশ নিয়োজিত করা হয়। করোনার মধ্যে কাজ করতে গিয়ে ৯ হাজার ৯০০ পুলিশ করোনায় আক্রান্ত হন। বয়স বেশি ও স্বাস্থ্য ভালো না থাকায় আক্রান্তদের মধ্যে ৪ হাজার জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। বাধ্যতামূলকভাবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর আক্রান্ত অন্তত ১ হাজার জনের কোনো করোনার উপসর্গ নেই।
টিবিজেড/
Leave a reply