যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনা রোগীর ফুসফুস প্রতিস্থাপন

|

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আর এই সফল অস্ত্রোপচার করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারত।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোর নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হওয়া ওই রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছুদিন তাকে ভেন্টিলেশনে রেখে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হলেও একসময় ফুসফুসে ইনফেকশন দেখা যায়। পরে ফুসফুস প্রতিস্থাপনেরই সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। 

দীর্ঘ ১০ ঘণ্টা সময় নিয়ে সফলভাবে জোড়া ফুসফুস প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। রোগী এখনও জীবিত আছেন এবং তার পরিবারের সাথে কথা বলতে পারছেন। গত বৃহস্পতিবার এ অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসক দলের প্রধান অঙ্কিত ভারত বলেন, মারাত্মক অসুস্থ কোভিড রোগী যাদেরকে চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব নয় তাদের ক্ষেত্রে এটি একটি বিকল্প হতে পারে।

এর আগে, গত ২৬ মে অস্ট্রিয়ার একদল চিকিৎসক প্রথমবারের মতো ৪৫ বছর বয়সী এক করোনা রোগীর জীবন বাঁচাতে ফুসফুসের অস্ত্রোপচার করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply