বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৪ লাখ ২৮ হাজার

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৪ লাখ ২৮ হাজারের কাছাকাছি প্রাণহানি হয়েছে। সংক্রমিত হয়েছে সোয়া ৭৭ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৬০৩ জন। একদিনে রেকর্ড এক লাখ ৪১ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

ব্রিটেনকে টপকে মৃত্যুর দিক থেকে এখন দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে সাড়ে ৮শ’ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত ৮ লাখ ৩০ হাজারের মতো মানুষ।

এদিকে, যুক্তরাষ্ট্রে দৈনিক প্রাণহানির সংখ্যা কমে এলেও মোট এক লাখ ১৭ হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন। দেশটিতে আক্রান্ত সোয়া ২১ লাখের বেশি। নতুন হটস্পট মেক্সিকোয় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারান ৬শ’ মানুষ; শনাক্ত ৫ হাজারের কাছাকাছি।

এছাড়া আফ্রিকার দেশগুলোতে দ্রুত করোনা বিস্তার লাভ করছে- এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির শঙ্কা, তাতে বাড়বে মাতৃমৃত্যু এবং শিশুদের প্রাণহানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply