মাঠে ফিরেই ফাইনালে পৌঁছে গেলো রোনালদোর য়্যুভেন্টাস। সিআর সেভেনের পেনাল্টি মিসের রাতে এসি মিলানের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে তারা। কিন্তু প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ স্কোর লাইন নিয়ে ফেরায় ফাইনাল নিশ্চিত হয় য়্যুভেন্টাসের।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে কোপা ইটালিয়ানের সেমিফাইনালের ২য় লেগ দিয়ে মাঠে ফেরে ইটালির ফুটবল। যেখানে দর্শকশূন্য মাঠে শুরু থেকেই দাপট ছিলো স্বাগতিকদের।
এদিকে, ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি পায় তুরিনের ওল্ড লেডিরা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর শট, সাইড বারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় য়্যুভেন্টাসকে।
তবে পেনাল্টি মিসের ১০ সেকেন্ডের মধ্যে ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। য়্যুভেন্টাসের দানিলোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেবিচ। শেষ পর্যন্ত ১০ জনের এসি মিলানের রক্ষণ ভাঙ্গতে না পারলেও অ্যাওয়ে ম্যাচের গোলের সুবাদে ফাইনালে পা রাখে য়্যুভেন্টাস।
Leave a reply