স্কুলে থাকবে সিসিটিভি, মোবাইলে ঘরে বসে দেখবে বাবা-মা

|

 

স্কুলে সন্তানরা কি করছে এনিয়ে খুব চিন্তায় থাকেন বাবা-মায়েরা। আদৌ স্কুলে গেলো কিনা বা মারামারি করে কিনা। শিক্ষকরা ঠিকভাবে পড়াশুনা করাচ্ছেন কিনা। কতো ধরণের চিন্তায় থাকেন বাবা-মা। এ ভাবনা থেকে মুক্তি পেতে এবার স্কুলে সিসিটিভি বসাচ্ছে দিল্লি’র সরকার। আর এই সিসিটিভির ফুটেজ ঘরে বসেই রিয়েলটাইমে মোবাইলে দেখতে পারবেন বাবা-মায়েরা।

গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল স্কুলে সিসিটিভি বসানো নিয়ে মিটিং করেন এবং আগামী তিনমাসের মধ্যে সরকারি সব স্কুলে সিসিটিভি বসানোর নির্দেশ দেন।

এই প্রকল্পে সরকারিভাবে মোবাইল অ্যাপ বানানো হবে। শিক্ষার্থীদের বাবা-মাকে একটি নির্দিষ্ট আইডি দেয়া হবে এবং তাদেরকে ক্লাশরুম নম্বর জানিয়ে দেয়া হবে। অনলাইনে প্রবেশ করে ক্লাশরুমের ফুটেজ দেখতে পারবেন। এমনকি যদি তারা অনৈতিক কোন কিছু দেখতে পান সাথে সাথে অভিযোগও করতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যেমে।

এছাড়াও যদি সিসিটিভির ক্যামেরা কাজ না করলে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ চলে যাবে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে। যাতে করে সাথে সাথে ক্যামেরা ঠিক করতে পারে।

এই ফুটেজ শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব, জোনাল ও জেলা অফিসাররাও দেখতে পারবেন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply