চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার অবদানের কথা স্মরণ করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে মোহাম্মদ নাসিমের ভূমিকা অনেক বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেও করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন কিছুদিন ধরে। শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন। শোক বার্তায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে সরকারের মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলে থাকাকালীন রাজনীতি ও সমাজের জন্য অনেক কাজ করে গেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে।’
Leave a reply