Site icon Jamuna Television

করোনা আক্রান্ত মমেকের সহকারী অধ্যাপক ডা. এমদাদ উল্লাহকে ঢাকায় আনা হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বিকালে ডা. এমদাদ উল্লাহ খানকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Exit mobile version