ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে নাপোলি। দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে ১-১ গোলে ড্র করলেও প্রথম লেগের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে গার্টুসো শীষ্যরা।
সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে নাপেলির বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্নক ছিলো ইন্টার মিলার। ম্যাচের দুই মিনিটে সরাসরি কর্ণার কিক থেকে গোল করে ইন্টারকে লিড এনে দেন ক্রিস্টিয়ান এরিকসন। রক্ষনাত্বক কৌশলে মাঠে নামা নাপোলি সমতায় ফেরে ৪১ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে ক্লাবের হয়ে রেকর্ড ১২২তম গোল করেন স্ট্রাইকার ড্রিস মার্টিনস।
এরপর আক্রমণের ধার বাড়ায় কন্তের ইন্টার। কিন্তু সাফল্য আসেনি। লক্ষ্যে নাপোলির দুই শটের বিপরীতে ১০টি আক্রমন করেও ব্যর্থ হন সানচেজ, লোথারো মার্টিনেজ, অ্যারিকসনরা। আর তাতেই প্রথম লেগের জয়ের ফায়দায় ১-১ গোলের ড্রতেও ফাইনাল নিশ্চিত করে নাপোলি।
Leave a reply