Site icon Jamuna Television

আইজিপির সাথে চীনা চিকিৎসক প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইজিপি তাদের সাথে করোনা চিকিৎসা প্রটোকল, গবেষণা ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

বন্ধুপ্রতিম চীন দেশের চিকিৎসকদের সাথে এ ধরনের সাক্ষাতের আয়োজন করায় বাংলাদেশস্থ চীন দূতাবাসকে ধন্যবাদ জানান আইজিপি।

প্রতিনিধিদলের সদস্য চীনের উহান প্রদেশে করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা করোনা চিকিৎসায় বাংলাদেশ পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version