করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে তাকে হাসপাতালে আরও কয়েকদিন থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের নির্দেশনা উপেক্ষা করে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিনি মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী করবরস্থানে যান। এসময় মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন।
তবে সেখান থেকে সরাসরি সকাল সাড়ে ১১ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে (যেখানে তার চিকিৎসা চলছে) চলে আসেন। তিনি তার করোনা মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামীনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত সুস্থ হওয়ার জন্যে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।
করোনা থেকে মুক্তি মিললেও আগামী ৩ থেকে ৪ দিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানা যায়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, তার শরীরের এখনো ইনফেকশন রয়েছে। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তাই আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে।
Leave a reply