মুখে কাপড় ঢুকিয়ে হাত-পা বেঁধে ডাকাতি, গৃহকর্তার মৃত্যু

|

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ডাকাতের হাতে খুন হয়েছেন এক গৃহকর্তা। ডাকাতদল ওই গৃহকর্তাসহ তার মেয়েকে হাত, পা, মুখ বেঁধে ডাকাতি করে। এসময় শ্বাসরোধ হয়ে মারা যায় গৃহকর্তা। রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত ওই গৃহকর্তার নাম আবুল খাঁ(৮০)।

নিহতের মেয়ে মৌসুমী আক্তার(২৮) জানান, গভীর রাতে মুখোশ পরিহিত ৩ থেকে ৪ জনের একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা তাদের হাত পা বেঁধে মুখের মধ্যে কাপড় গুঁজে ফেলে রাখে।

তিনি জানান, তার বৃদ্ধ পিতার মুখে ডাকাতেরা গেঞ্জি কাপড় ঢুকিয়ে হাতপা ও মুখ বেঁধে ফেললে তিনি শ্বাস বন্ধ হয়ে মারা যান।

সম্প্রতি আবুল খাঁ তার বাড়ির আম ও লিচু বিক্রি করে বেশ কিছু টাকা পান। এছাড়া স্বর্ণালঙ্কার ও দামি মালামালও ছিলো। গচ্ছিত সব কিছুই ডাকাতদল নিয়ে যায় বলে তার মেয়ে জানান।

খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply