দৃষ্টিনন্দন আলোক সজ্জায় উদ্বোধন ‘ডায়মন্ড ইন দ্যা ডেজার্ট’

|

২০২০ বিশ্বকাপের তৃতীয় ভেন্যু উদ্বোধন করেছে আয়োজক দেশ কাতার। ডায়মন্ড ইন দ্যা ডেজার্ট নামের এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ৪০ হাজার। ফাঁকা স্টেডিয়ামে দৃষ্টিনন্দন আলোক সজ্জায় উদ্বোধন করা হয় ডায়মন্ড ইন দ্যা ডেজার্ট নামের স্টেডিয়ামটি।

করোনা মাহামারির মধ্যেই ২০২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কাতার। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের তৃতীয় ভেন্যুর উদ্বোধন করা হলো। এই স্টেডিয়ামকে ইতোমধ্যেই ফাইভ স্টার রেটিং দিয়েছে গ্লোবাল সাস্টেইনেবিলিটি অ্যাসেস্টমেন্ট সিস্টেম। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে এই স্বীকৃতি পেলো স্টেডিয়ামটি।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বলেন, নতুন ভেন্যু বলে দিচ্ছে ফুটবল আরও বেশি আবেগ নিয়ে ফিরবে। যখন এখানে বিশ্বকাপের ফুটবল ম্যাচ হবে তখন পরিবার ও বন্ধুদের নিয়ে ম্যাচ দেখতে পারবো। সবাই মিলে বিশ্বকাপের আনন্দ উপভোগ করবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply