৬ মাসে ৭টা ছবি হাতছাড়া হয় সুশান্তের

|

৬ মাসে ৭টা ছবি হাতছাড়া হয় সুশান্তের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ময়ের ঘোর কাটছে না এখনও। অনেকেই অভিনেতার এই অকাল মৃত্যুতে বলিউডকে দায়ী করেছেন। ডিপ্রেশনে সুশান্ত আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কিন্তু এই ডিপ্রেশনের কারণ কী?

রাজনৈতিক নেতা সঞ্জয় নিরূপম এক ট্যুইট বার্তায় বলেন, পরপর ৭টি ছবিতে সাইন করেছিলেন সুশান্ত। আর ৬ মাসে একের পর এক সেই সাতটি ছবি হাতছাড়া হয়েছে আভিনেতার। তিনি আরও লিখেছেন, ছিছোঁড়ে ছবির সাফল্যের পরই সেগুলো পরপর হাতছাড়া হয়। তিনি আরও লিখেন, ফিল্ম ইন্ডাস্ট্রির নিষ্ঠুরতা অন্যমাত্রায় কাজ করে। আর সেই নিষ্ঠুরতার জন্যই প্রতিভাবান শিল্পীদের মরে যেতে হয়।

এর আগে শেখর কাপুরও লিখেছিলেন যে, তিনি জানতেন সুশান্ত কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন।

এদিকে সুশান্তের মৃত্যুতে অনেকেই দায়ী করেছেন বলিউডকে। অনেক বলি তারকাই আঙুল তুলেছেন নেপোটিজমের দিকে। কেউ বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলে নয় বলে অনেক কঠিন পথ পেরোতে হয়েছে সুশান্তকে। তদন্তে সেসব প্রশ্নের উত্তর উঠে আসবে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply