খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু

|

খুলনায় করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুল রকিব খান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে
অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে
তিনি মারা যান।

ডা. রকিব বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের অধ্যক্ষ ও খুলনা নগরীর গল্লামারী এলাকায় রাইসা ক্লিনিকের সত্ত্বাধিকারী।

নিহতের পরিবার জানিয়েছে, গত ১৪ জুন বিকালে রাইসা ক্লিনিকে এক গর্ভবতীর সিজার করা হয়। ১৫ জুন রোগীর রক্তক্ষরণ হলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই রাতে ঢাকায় নেয়ার পথে মহিলা মারা যান।

নিহত ডাক্তার রকিবের পরিবার অভিযোগ করেন, ওই রাতেই একদল দুর্বৃত্ত রাইসা ক্লিনিকের সামনে তাকে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিক ও পরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী জানান, মাধায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে ডা. রকিবের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ প্রসূতি রোগীর স্বজনদের হামলায় তার মৃত্যু হয়েছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply