ব্রাজিলে একদিনে প্রায় ৩৫ হাজার করোনা রোগী শনাক্ত

|

ব্রাজিলে একদিন রেকর্ড ৩৪ হাজার ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ২৮২ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪৫ হাজার ২৪১ জনে দাঁড়ালো। করোনায় মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের এক লাখ ১৯ হাজারের পর বিশ্বে যা দ্বিতীয় সর্বোচ্চ। ব্রাজিলে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ২৭১ জন।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো ব্রাজিলে কোভিড-১৯ পরিস্থিতি সামাল দেয়া নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন।

মাঝে ব্রাজিল সরকারিভাবে মৃতের সংখ্যা জানাবেনা বলে ঘোষণা দিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট থেকে পাল্টা ঘোষণার পর ওয়েবসাইটে প্রকাশ করে মৃতের সংখ্যা। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ব্রাজিলের। প্রতিমুহূর্তে দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply