করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর নয় তবে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র্যাপিড ডট ব্লট) কার্যকর কি না, এই কিট করোনা শনাক্তে ব্যবহারের উপযোগী কি না, সে বিষয়ে আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। আজ দুপুর ১২টায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত কমিটি বিএসএমএমইউ উপাচার্যের কাছে কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উপসর্গের প্রথম দুই সপ্তাহে গণস্বাস্থ্যের কিটে ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব।
এরআগে, ঔষধ প্রশাসন অধিদফতর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়। গত ২ মে বিএসএমএমইউর কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে বিএসএমএমইউতে কিট জমা দেয় গণস্বাস্থ্য।
টিবিজেড/
Leave a reply