‘সীমা লঙ্ঘন করলে ভূপাতিত করা হবে তুর্কি বিমান’

|

তুর্কি যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন বা হামলার চেষ্টা করলে সেটি ভূপাতিত করতে দ্বিধা করবে না সিরীয় সরকার।

বৃহস্পতিবার, দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত আফরিনে, তুরস্কের সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে উত্তেজনার মধ্যেই এলো এ হুঁশিয়ারি। আঙ্কারাকে উদ্দেশ্য করে মেকদাদ বলেন, আফ্রিন তুরস্কের কোনো ‘পিকনিক স্পট’ বা বিনোদন কেন্দ্র নয়, যে চাইলেই সেখানে গিয়ে কেউ বোমা ফেলে আসতে পারবে। এ ধরনের কর্মকাণ্ডকে ‘আক্রমণাত্মক আচরণ’ বিবেচনায় যে কারো বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে, নিষিদ্ধঘোষিত সশস্ত্র কুর্দি সংগঠন ওয়াইপিজিকে নির্মূলে সিরিয়ায় সেনা অভিযানের হুঁশিয়ারি দেয় তুরস্ক। এরই মধ্যে সিরীয় সীমান্তে সেনা মোতায়েনও করেছে তুরস্ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply