বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে চার লাখ। ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার দুইশ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৪১ হাজারের মতো। মোট আক্রান্ত ৮৪ লাখ মানুষ।
নতুন করে আট শতাধিক প্রাণহানিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার। তবে বুধবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। মোট মৃত্যু ৪৬ হাজার ৭শ’র মতো। আক্রান্ত ৯ লাখ ৬০ হাজার।
প্রতিবেশি পেরু এদিন সংক্রমণের দিক থেকে ছাড়িয়ে গেছে ইতালিকে। দেশটিতে মোট আক্রান্ত আড়াই লাখ মানুষ; প্রাণহানি সোয়া সাত হাজার। হটস্পট লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও সংক্রমণ দু’লাখ ছাড়িয়েছে।
এদিকে, মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। এরমধ্যে আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সংক্রমণ তিন লাখ ছুঁয়েছে যুক্তরাজ্যে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ হাজার।
Leave a reply