জুভেন্টাসকে হারিয়ে শিরোপা ঘরে তুললো নাপোলি

|

ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে নাপোলি। জুভেন্টাসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে গাত্তুসো’র নাপোলি। ছয় বছরের মধ্যে প্রথম কোনো শিরোপা জিতল দলটি। ২০১৩-১৪ মৌসুমে সবশেষ এই শিরোপাই জিতেছিল তারা।

স্টাডিও অলিম্পিকোতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর জুভেন্টাস আক্রমণাত্মক শুরু করলেও ম্যাচে আধিপত্য দেখিয়েছে নাপোলি। লরেঞ্জো ইনসেনিয়া, ড্রিস মার্টিনসদের একাধিক আক্রমণ ব্যর্থ হয় ৪২ বছর বয়সী জুভেন্টাস কিপার বুফনের দক্ষতায়। ১২০ মিনিটেও স্কোর লাইন গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জুভেন্টাসের হয়ে প্রথম দুই শট মিস করেন পাওলো দিবালা ও ড্যানিলো। কিন্তু নাপোলির ফুটবলাররা কোন ভুল না করায় শিরোপা নিজেদের করে নেয় গাত্তুসো শিষ্যরা।

ফলে ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ফাইনাল হারের লজ্জায় পড়লেনে রোনালদো। এর আগে সবশেষ ইতালিয়ান সুপার কোপার ফাইনালে লাৎসিও’র কাছে হেরেছিলো জুভেন্টাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply