স্প্যানিশ লিগের ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রাত দুইটায় ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়ালের আতিথ্য নেবে ভ্যালেন্সিয়া। শিরোপা রেসে টিকে থাকতে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না রিয়াল মাদ্রিদ।
ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে আবারও বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নেমে আসবে গ্যালাকটিকোদের। কিন্তু চোটের কারনে ড্যানি কারভাহাল, লুকাস ভাস্কেস, নাচো ও লুকা ইয়োভিচের সার্ভিস পাবেন না কোচ জিনেদিন জিদান। সেই সাথে বিশ্রামের কারণে মূল একাদশে নাও দেখা যেতে পারে এডিন হ্যাজার্ড ও সার্জিও রামোসকে। ইনজুরি আছে ভ্যালেন্সিয়া শিবিরেও। দলের নিয়মিত তিন ফুটবলার মিস করছেন এই ম্যাচ।
Leave a reply