ইরাকের কুর্দি অঞ্চলে তুরস্কের বিমান হামলা

|

সিরিয়ার পাশাপাশি কুর্দি সন্ত্রাসীদের দমন করতে এবার উত্তর ইরাকেও বিমান হামলা চালিয়েছে তুর্কি বিমান বাহিনী। বৃহস্পতিবার উত্তর ইরাকের হাফতানিয়ান অঞ্চলে হামলা চালিয়ে পাঁচশত’র বেশি পিকেকে বিচ্ছিন্নতাবাদী স্থাপনা ধ্বংস করে তুর্কি বাহিনী। খবর আনাদুলু এজেন্সির।

তুর্কি নিরাপত্তা বাহিনীর সূত্র দিয়ে জানা যায়, বুধবার শুরু হওয়া অপারেশন ক্লাও টাইগার এর মাধ্যমে এখন পর্যন্ত পাঁচশত’র বেশি পিকেকে টার্গেটে হামলা চালায় তুর্কি সেনারা। এসব হামলায় এফ-১৬ জঙ্গী বিমান ব্যবহৃত হয়।

তুরস্ক জানায়, তুরস্ক পিকেকের ঘাটিগুলোতে স্থল ও আকাশ পথে সমানতালে হামলা চালাবে।

অন্যদিকে, ইরাকের মাটিতে প্রবেশ করে তুরস্কের বিমান হামলার ঘটনায় বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরাক।

ইরাকি কর্তৃপক্ষ জানায়, তুরস্কের ১৮টি বিমান বাগদাদের আকাশসীমায় ঢুকে পড়ে এবং এসব বিমান সিনজার, মাখমুর, আল-কুয়াইর ও এবরিল এলাকায় হামলা চালায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply