ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের আঘাতে ১৫ ঘরবাড়ি বিধ্বস্ত

|

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের আঘাত ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ঝড়ের আঘাতে অন্তত ১৫টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন। তিনি আহরন্দ গ্রামের দক্ষিণপাড়ার মৃত শুক্কুর মিয়ার স্ত্রী।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, সকালে হঠাৎ করে আহরন্দ গ্রামের ওপর ঝড় আঘাত হানে। এই সময় গ্রামের দক্ষিণ পাড়ার অন্তত ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বৃদ্ধ সুফিয়া আহত হয়েছেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ ছয় হাজার করে টাকা এবং শুকনো খাবার দেওয়া
হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply