জ্বর, সর্দি কাশি নিয়ে ৩ জেলায় ৮ জনের মৃত্যু

|

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে

প্রতিকী ছবি

জ্বর, সর্দি কাশি নিয়ে ৩ জেলায় ৮ জন মারা গেছেন। গতরাত থেকে সকাল পর্যন্ত তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলাগুলোর সিভিল সার্জন অফিস।

মাদারীপুর সদর হাসপাতালে আইসোলেশনে মারা গেছেন কাওসার নামের একজন। একই সাথে থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী ও দূর্গাবর্দ্দী এলাকার মো. আনিচুর রহমান জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে মারা গেছেন।

খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, রূপসা উপজেলার খাজাডাংগা গ্রামের ৬০ বছরের এক বৃদ্ধ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তিনি গতকাল আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এছাড়া খালিশপুরের এক বৃদ্ধা ভোরে মারা গেছেন। মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদরে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে একবৃদ্ধ মারা গেছেন। রামগঞ্জে মারা গেছেন ৩৫ বছর বয়সী এক যুবক। সিভিল সার্জন জানান, কয়েকদিন ধরে তাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিদের বাড়ি ও আশপাশের এলাকা লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply