যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিল থেকে নামিয়ে ফেলা হলো বর্ণবাদের সাথে সম্পৃক্ত সাবেক চার স্পিকারের ছবি। ১৮ শতকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদে মদদ দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
দাসপ্রথা থেকে মুক্ত আফ্রো-আমেরিকানদের সম্মানে জুনটিন্থ ডে সামনে রেখে বৃহস্পতিবার স্পিকার ন্যান্সি পেলোসি এ আদেশ দেন। এরপরই মার্কিন কংগ্রেস থেকে সরানো হয় রবার্ট হান্টার, জেমস ওর, হওয়েল কব ও চার্লস ক্রিস্পের ছবি।
পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর দেশব্যপী গণআন্দোলনে কনফেডারেট ভাস্কর্য সরানোর দাবি জোরালো হয়। অভিযোগ রয়েছে এসব স্মৃতিচিহ্ন উগ্র শ্বেতাঙ্গদের প্রতি প্রত্যক্ষ সমর্থন হিসেবে দেখানো হয়।
Leave a reply