দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনলো সি-১৩০জে বিমান

|

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী দেশে নিয়ে আসলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হয়।

বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

চিকিৎসা সামগ্রীর ভেতরে রয়েছে প্রয়োজনীয় কীট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই)’সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী। উল্লেখ্য, এবারই প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাসে চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply