সীমান্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে সিউল।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত উত্তর কোরিয়ার দেশত্যাগী বিভিন্ন গোষ্ঠীর প্রচারণামূলক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়ে কোরীয় উপদ্বীপে। সীমান্ত থেকে বেলুনে করে লিফলেট উড়িয়ে চলছিল এসব প্রচারণা।
বারবার সতর্কতা সত্ত্বেও এসব বন্ধে সিউল ব্যবস্থা না নেয়ায় মঙ্গলবার সীমান্তে দুই কোরিয়ার লিয়াজো অফিস গুঁড়িয়ে দেয় পিয়ংইয়ং। এ ঘটনায় পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রী।
Leave a reply