ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস নেই। যারা চেয়েছিলো, তাদের লাদাখ সীমান্তে উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার রাতে সবর্দলীয় বৈঠকে এ হুমকি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ভারতের সীমান্তই অতিক্রম করতে পারেনি চীন। দখল করতে পারেনি কোন সেনাচৌকি। অনুপ্রবেশ ইস্যুতে প্রশ্ন করা হলে, মোদি উত্তর দেন-চীনের আচরণে গোটা দেশ ক্ষুব্ধ। কিন্তু, সেনা তৎপরতায় ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গাড়ার সাহস নেই কারো।
চীনের সাথে সামরিক ও কূটনৈতিক আলোচনায় ভারতের অবস্থান স্পষ্ট। প্রতিবেশীদের সাথে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও সার্বভৌমত্ব রক্ষাকেই গুরুত্ব দেবে নয়াদিল্লি। একারণে লাদাখ নিয়ন্ত্রণরেখায় সেনাবহর এবং টহল বৃদ্ধি করা হয়েছে।
ইল্লখ্যে, গেলো সোমবারের সংঘাতে প্রাণ যায় ২০ ভারতীয় সেনার, আহত ৭৬ জন।
Leave a reply