শেষ দিকের গোলে সমতা আনল ম্যানচেস্টার

|

গোলরক্ষক হুগো লরিসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র আদায় করে নিয়েছে টটেনহ্যাম হটসপার।

টটেনহ্যাম হটসপার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ২৭ মিনিটে ডাচ উইঙ্গান স্টিভেন বার্গওয়াইন দুর্দান্ত গতিতে ম্যানইর ডিফেন্ডারদের পরাস্থ করে লিড এনে দেন হোসে মরিনিয়োর টটেনহ্যামকে। পিছিয়ে পড়েও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি ওলে গানার শীষ্যরা, বরং আক্রমনের ধার বাড়িয়েছে।

কিন্তু মার্শিয়াল, ব্রুনো ফার্নান্দেসদের আক্রমন সফল হতে দেননি টটেনহ্যাম কিপার লরিস। ৬৩ মিনিটে বদলি হিসেবে নেমে ঝলক দেখান পল পগবা। এই মিডফিল্ডারকে ঠেকাতে গিয়ে ডি বক্সে ফাউল করে বসেন স্পার্সদের মেকশিফট ডিফেন্ডার এরিক ডায়ার। সুযোগ কাজে লাগিয়ে ম্যানইউকে ৮১ মিনিটে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply