আজ থেকে মাঠে ফিরছে ইতালিয়ান লিগ

|

ইউরোপের শীর্ষ চার লিগের মধ্যে সবশেষ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ইতালিয়ান লিগ। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর কাপ দিয়ে ফুটবল ফিরেছে ইতালিতে। আজ থেকে শুরু হচ্ছে লিগ।

এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্টাস। আর এক পয়েন্ট পেছনে থেকে জুভেদের সঙ্গে লিগ জয়ের লড়াইয়ে আছে লাৎজিও। শিরোপা রেসে থাকা দুই দলের এখনও বাকি ১২ টি করে ম্যাচ। ২৭ গোর করে লিগের টপ স্কোরার লাৎজিও স্ট্রাইকার ইমোবিলে। আর ২১ গোল নিয়ে দ্বিতীয় সেরা স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো।

প্রত্যাবর্তনের প্রথম দিন আজ রাত সাড়ে ১১টায় লড়বে তুরিনো-পারমা আর পৌনে ২ টায় মুখোমুখি হবে ভেরোনা-কেলিয়ারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply