স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর ইউএনবি।
জানা যায়, তিন দিন আগে তার শরীরে জ্বর আসে। পরের দিন তিনি নমুনা পরীক্ষা করান। বৃহস্পতিবার রাতে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে।
বর্তমানে শরীরে জ্বর, ঠাণ্ডা ও কাশি আছে। তবে শরীর আগের চেয়ে ভালো। ইকবাল কবীরের বাসার পাশে আলাদা একটি বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। সম্প্রতি তিনি সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।
টিবিজেড/
Leave a reply