ভাষাসৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী চির নিদ্রায় শায়িত হবে জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার খান সনতলা গ্রামে। আজ শনিবার বিকেলে তার দাফন হবে বলে জানিয়েছেন ছেলে সাগর লোহানী।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তিনি করোনা ছাড়াও ফুসফুস, কিডনির জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষা আন্দোলন, বাম রাজনীতি, সাংবাদিকতার সাথে বাঙালির গৌরব উজ্জ্বল সাংস্কৃতিক আন্দোলন, সব কিছুতেই সামনের সারির যোদ্ধা ছিলেন কামাল লোহানী। সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেয়ার পাশাপাশি গণমাধ্যমে কলম চালিয়েছেন আজীবন। বাংলাদেশ বেতারের পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন একাত্তরের এই শব্দ সৈনিক।
টিবিজেড/
Leave a reply