জম্মু-কাশ্মিরের আকাশে ওড়া পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাক ড্রোনটিকে কাঠুয়ার কাছে গুলি করে নামানো হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দু’টি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ড্রোনটি চওড়ায় ৮ ফুটের। কাঠুয়া সেক্টরের পানেসরে বিএসএফ-এর চৌকির ঠিক উল্টো দিকে থাকা একটি পাকিস্তানি পকেট থেকে ড্রোনটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল।
শনিবার ভোর পাঁচটার দিকে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভিতরে ঢুকে পড়লে বিএসএফ ৯ রাউন্ড গুলি করে ভূপাতিত করে।
টিবিজেড/
Leave a reply