রাজশাহীতে গৃহবধূ সুফিয়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

|

রাজশাহীর পবায় গৃহবধূ সুফিয়া বেগম হত্যাকাণ্ডে ব্যবহার করা রক্ত মাখা ছুরি উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

শনিবার দুপুরে এই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত মূল আসামী স্মরণের দেয়া তথ্যে তার মুরগী খামার থেকে ছুরি উদ্ধার করা হয়। একই সাথে পুলিশ নিহত গৃহবধূর ছিনিয়ে নেয়া গলার মালা ও কানের দুল উদ্ধার করেছে।

সিআইডি’র পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান,গত ১৮ জুন ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আসামী স্মরণ আলীর। শনিবার রিমান্ডের ৩ দিন চলছে। রিমান্ডে স্মরণের স্বীকারোক্তিতে রক্ত মাখা ছুরি এবং নিহতের ছিনিয়ে নেয়া গলার মালা ও কানের দুল উদ্ধার করা হয়।

তিনি জানান, ঘটনার দিন নিহতের ঘর থেকে স্মরণ টাকা চুরি করছিল। বাঁধা দিলে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়। উল্লেখ্য, গত ১৯ মে টেংরামারি গ্রামে খুন হন সুফিয়া বেগম। এ হত্যার ঘটনায় তিন প্রতিবেশী স্মরণ আলী, তার ভাই মিলন আলী ও ভাবী কাকলী আক্তার সাথীকে গ্রেফতার করে পুলিশ। পরে খুনের এই ঘটনার তদন্তভার পায় সিআইডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply