লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

|

লক্ষ্মীপুর প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ সহিদ মারা গেছেন। আজ রোববার ভোর রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়। আজ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর, শ্বাসকষ্ট, সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন, আজ সকালে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply